মুক্তি পেলেন অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। ৪এপ্রিল বুধবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বিভিন্ন নাশকতা মামলায় ৫৩ দিন কারাভোগ করেন।

এসময় তাকে জেলগেটে স্বাগত জানান মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট সাখায়াত হোসেন খান, এড.বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ। এর আগে উচ্চ আদালত থেকে জামিনের কাজপত্র কারাগারে এসে পৌছায়।

এ প্রসঙ্গে এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, টানা ৫৩ দিন একের পর এক সাজানো মামলায় কারাগারে রেখে নির্যাতন করা হয়েছে মামুন মাহমুদকে। তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন, আশা করি অন্য যারা কারাগারে রয়েছেন তাদেরকেও আইনি প্রক্রিয়ায় দ্রুত মুক্ত করা হবে।

জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার জানান, একজন শিক্ষককে টানা কারাগার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই সরকার পুরো শিক্ষক জাতিকে অসম্মান করেছেন। মামুন মাহমুদের মুক্তিতে জেলা বিএনপির নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়েছে বলেও জানান রুহুল।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সকালে সোনারগাঁয়ে পুলিশের হাতে তিনি আটক হন। পরে সোনারগাঁও থানার একটি মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর নাশকতা সহ বিভিন্ন মামলা তাকে গ্রেফতার দেখায় পুলিশ। দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এছাড়াও তাকে হ্যান্ডকাপ ও কোমরে দড়ি লাগায় পুলিশ। যা নিয়ে চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি।

add-content

আরও খবর

পঠিত