নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টোর ) : শহরের মুক্তি জেনারেল হাসপাতালে ত্রুটির্পুণ চিকিৎসায় নুসরাত আক্তার নিরা (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে বন্দরের লাঙ্গলবন্দ নগর এলাকার নুরে আলমের মেয়ে। ১২ মে শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় এ ঘটনা ঘটে। এসময় পরিবারের লোকজন ও উৎসুক জনতার ভিড়ে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ চলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখে। এ ঘটনার পরে ডাক্তার সহ মুক্তি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়।
এ ব্যপারে নিরা’র মামা মোসলেউদ্দিন বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় আমার ভাগনি মারা গেছে। আমি থানায় অভিযোগ করেছি। আমার ভাগনির টন্সিল হয়েছিলো। ডাক্তার আহমেদ তারিক অপারেশনের জন্য বললে তার পরামর্শে আমরা মুক্তি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। বিকেল সাড়ে ৪টায় অপারেশন থিয়েটারে নেয়া হয় আমার ভাগনিকে। পরে সাড়ে ৫টার দিকে মৃত অবস্থায় আমার ভাগনিকে দিয়ে কোন কথাও বলেনি, চলে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের পপুলার ডায়গনস্টিক হাসপাতালে ডাক্তার আহমেদ তারিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন। বিকেল ৫টা থেকেই শুরু হয় রোগী দেখার সময়। প্রতিদিনই রোগী দেখার জন্য ভিড় জমায় অসংখ্য রোগী।
এদিকে এ ঘটনার পরে পপুলার হাসপাতালের ৮ম তলা ৮০৯ নম্বর কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি। তার কর্মচারী জানায় স্যার নীচে কিছু লোকদরে সাথে কথা বলছে। আপনারা সেখানে যেতে পারেন। সেখানে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তিতে পপুলার হাসপাতালের তথ্য সেবায় তার মুঠোফোনের নাম্বার চাইলে অপারগতা জানায়। উর্ধ¦তন কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলে। পরে হাসপাতালটির কর্মকর্তা কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, ডাক্তার চলে গেছেন। সাংবাদিকরা বিরক্ত করবে এজন্য তারিক সাহেব চলে গেছেন।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানায়, আমরা অভিযোগ পেয়েছি। তবে ভুল চিকিৎসা কিনা তা ডাক্তাররা বলতে পারবে। কিন্তু তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।