নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকায় নির্মাণাধীন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মান কাজের পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। শনিবার ৫ আগস্ট দুপুরে কমপ্লেক্স ভবনটি পরিদর্শন গিয়ে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের নেতৃবৃন্দদের সাথে কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে দ্রুত কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আমিনুল রহমান, মুক্তিযোদ্ধা নূর আলম, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন সহ সংসদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।