মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডকে উন্নয়নের কাজ করার আহবান সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি )  : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড নারায়ণগঞ্জ কমান্ডের উদ্যোগে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ মে বিকাল সাড়ে ৫টায় সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে দোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। দোয়ায় প্রায় ২ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নিয়েছেন।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে, এমপি সেলিম ওসমান মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের প্রতি উন্নয়নের কাজ করার আহবান রেখে বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যারা এখন জীবিত আছি তাঁরা আর বেশি দিন থাকবো না। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের সন্তানের দায়িত্ব নিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইতোমধ্যে কাজ করে যাচ্ছে। তাদের কাছে একটা অনুরোধ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে যাতে মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে কোন বির্তক না হয়। কেউ যেন ভূয়া মুক্তিযোদ্ধার সন্তান অভিযোগ তুলতে না পারেন। সেই ভাবেই যাচাই বাছাই করে সদস্য পদ দিতে হবে। আর যে সকল মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন তাঁরা নিজেরাই নিজেদের সন্তানদের সদস্য করে নিবেন।

মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান রেখে তিনি আরো বলেন, এই দেশের মুক্তিযোদ্ধা মাত্র ৯ মাসে বাংলাদেশকে শত্রু মুক্ত করে স্বাধীন করেছেন। যারা ৯ মাসে একটি দেশ স্বাধীন করতে পারেন তাদের পক্ষে ৫ মাসে নারায়ণগঞ্জের উন্নয়ন করা অসম্ভব কিছু না। তাই আসুন আমরা এখন থেকেই সবাই মিলে নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করে কাজ করি। প্রতিদিন এখানে বসেই উন্নয়ন সম্পর্কে আলোচনা করে কর্মকান্ড পরিচালনা করা হবে। প্রয়োজনে সপ্তাহের মধ্যে ৫দিন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা ২দিন এই কার্যালয় ব্যবহার করবেন। ওই দুই দিন আমরা কমপ্লেক্সে আসবো না। আর যেহেতু মুক্তিযোদ্ধারা এখানে বসে উন্নয়নের পরিকল্পনা করবে তাই এখানে যে কোন মানুষ ইচ্ছে করলেই প্রবেশ করতে পারবে না। তাছাড়া ভবনের নিরাপত্তা জনিত বিষয় নিয়েও চিন্তা করতে হবে। তাই কেবল মাত্র এখানে মুক্তিযোদ্ধারাই প্রবেশ করতে পারবে। এজন্য মুক্তিযোদ্ধাদের আইডি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে। আইডি কার্ডের মাধ্যমেই এখানে প্রবেশের ব্যবস্থা করা হবে। নিরাপত্তার জন্য ২ জন নিরাপত্তা প্রহরীর রাখা হবে। অন্য কোন সাধারণ ব্যক্তিদের প্রবেশের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের রেফারেন্স লাগবে।

এমপি সেলিম ওসমানের এমন প্রস্তাবে উপস্থিত সকল মুক্তিযোদ্ধারা সম্মতি প্রকাশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, সাবেক কমান্ডার আমিনুর রহমান, সামিউল্লাহ মিলন, এম এ সাত্তার, মহর আলী চৌধুরী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত