নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের জন্য পানির কর মওকুফ করে দিয়েছি। প্রত্যেকটি কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ জায়গা নির্ধারন করে দিয়েছি। পাশাপাশি কবরগুলো আমরা নিজ দায়িত্বে পাকা করে দিয়েছি। যাতে মুক্তিযোদ্ধাদের ভবিষ্যত প্রজন্মরা এই স্থানে দাড়িয়ে জিয়ারত করতে পারে। ১৬ই মার্চ মঙ্গলবার বিকেলে বন্দরের ২৭নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এই কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিটি ওয়ার্ডেই রাস্তাঘাটের কোন কমতি নেই। সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই ২৭নং ওয়ার্ডে একটি ব্রীজের টেন্ডার দিব। তবে নির্বাচনের আগে আগামী সেপ্টেম্বরের মধ্যেই থানা পর্যায়ের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ প্রতিটি কাজের টেন্ডার নির্ধারন করব।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে সড়কটির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাসিক ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: লতিফ, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন ভূইয়া, উপসহ প্রকৌশলী হাসানুজ্জামান প্রমূখ।