মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের বিভিন্ন হাইস্কুলের শিক্ষকদের নিয়ে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ভূমিকা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) বিকাল ৩ টায় ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ শ জন শিক্ষককে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলার অবদান সম্পর্কে ধারনা দেন ও শিক্ষকরা যাতে প্রতিটি ক্লাশে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেন ও শিষ্টাচার সম্পর্কে শিক্ষাগ্রহন করার তাগিদ দেন। পাশাপাশি তিনি শিক্ষকদের পাঠদানে মনোযোগী হতেও উপদেশ দেন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আফিফা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত