নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, আমি মানুষের কাছে হাত পাততে শিখিনি আমি আল্লাহর কাছে মাথা নত করি, আমি আল্লাহর কাছে হাত পাতি। তাই নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি কারো কাছে গিয়ে নমিনেশন চাইনি সোজা চলে গিয়েছিলাম ওমরাহ করতে সেখানেই আল্লাহর কাছে হাত পেতেছি এবং যখন নমিনেশন কনফার্ম হয়ে গেলো তখন দেশে এসে দেখা করলাম অআপার সঙ্গে আপ আমাকে বললেন তুমি যেখানেই আছো ভাল আছো তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে।
বুধবার (১২ ডিসেম্বর) বেলা ২টায় ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি কদমরসুল কলেজ মাঠে আয়োজিত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন, আমি আগেও বলেছি এখনো বলি আমার মার্কা লাঙ্গল, আমার মার্কা নৌকা আমার মার্কা ধানের শীষ। তবে চিটাওয়ালা না ভাল ধানের শীষ। মুকুল সরকারি একটি দায়িত্বে আছে যে কারনে বিভিন্ন মঞ্চে উঠতে তার বাধা আছে। আজকে এখানে উপস্থিত হয়েছে উপজেলা চেয়ারম্যান হিসেবে নয় আমার ছোটভাই হিসেবে। এডভোকেট আবুল কালাম আমার বড় ভাই তিনি ক্যান্ডিডেট হলে খেলা জমতো নির্বাচন করে স্বার্থক হতো। তিনি ১১বছরের এমপি আর আমি ৩বছরের। দেখতাম কার কতটুকু জনপ্রিয়তা ছিল। আর একটি কথা মার্কাটা আমার লাঙ্গল হতে পারে মানুষটা আমি সবার।
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দরথানা বিএনপির সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহামুদা মালা, জাকিরুল আলম হেলাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূুন কবীর মৃধা, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সলাম, ধামগড় ইউপি চেয়যারম্যান মাসুম আহমেদ, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাাধারণ সম্পাদক তথা নাসিক’র ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শাাহী ইফিাত জাহান মায়া, বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সালিমা হোসেন শান্তা, সোনিয়া রহমান, সীমা সুলতানা সিমলা, যুবলীগ নেতা কাজী জহির, ছাত্রলীগ নেতা খান মাসুদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহাবুবুর রহমান কমল, মনিরুজ্জামান মনু প্রমুখ।