নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : জাতিসংঘকে উপেক্ষা করে বাংলাদেশ থেকে ৫ সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নিয়েছে বলে দাবি করছে মিয়ানমার। খবর এএফপির।
মিয়ানমার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ৫ সদস্যের এক রোহিঙ্গা মুসলিম পরিবার শনিবার সকালে রাখাইনের তানজিপিওলেটওয়া অভ্যর্থনা কেন্দ্রে এসেছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ এবং যুক্তরাজ্যভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, রাখাইন রাজ্য এখন পর্যন্ত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত নয়। তা সত্ত্বেও শনিবার ৫ সদস্যের ওই রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেয় মিয়ানমার।