মিষ্টি নিয়ে তৈমূর কাকার বাসায় যাবো, পরামর্শ নিয়ে কাজ করবো : আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাটট্রিক তথা তৃতীয়বারের মতো জয়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর কাকার বাসায় মিষ্টি নিয়ে যাবো। তার পরামর্শ নিয়ে কাজ করবো। কাকা আগেও সহযোগিতা করেছেন। ১৬ই জানুয়ারি রবিবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত মেয়র বলেন, চাচা অনুমতি দিলেও যাবো, না দিলেও যাবো। চাচার বাসায় মিষ্টি নিয়ে যাবো। চাচা যেসব অভিযোগ করেছেন, চাচার পরামর্শ নিয়ে কাজ করবো।

নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, এই জয় মুক্তিযোদ্ধাদের জন্য। এই জয়ে আবারও প্রমাণ হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। জনসাধারণ, ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যারা জীবন বাজি রেখে আমার জন্য কাজ করেছেন।

শামীম ওসমান অভিনন্দন জানিয়েছেন কি না, জানতে চাইলে আইভী বলেন, এখনো অভিনন্দন জানাননি। হয়তো জানাবেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে  বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। ১৯২ কেন্দ্রের ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। এর আগে ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নিয়ে তৃতীয় বার তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন আইভী।

add-content

আরও খবর

পঠিত