মির্জা ফখরুল ও এটিএম কামালের সুস্থতা কামনায় দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হৃদরোগে আক্রান্ত রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নারায়ণয়গঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া অনষ্ঠিত হয়েছে। সোমবার (০২ এপ্রিল) শহরের চাষাঢ়া এলাকার বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসায় বাদ আসর এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ফকরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম রিপন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, সেচ্ছাসেবক দলের মাকিদ মোস্তাকিম শিপলু, মোঃ রাব্বি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকাবাসী।

উল্লেখ্য, শনিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে উপস্থিত হন এটিএম কামাল। এ সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে চাষাঢ়া বালুর মাঠ অবস্থিত ইসলাম হার্ট সেন্টারে তাকে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিসিইউতে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষনে রাখেন।

add-content

আরও খবর

পঠিত