নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সোনারগাঁ উপজেলা যুবলীগ।
জানা গেছে, বৈদ্যের বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী সানাউল্লাহ হত্যার আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এর প্রতিবাদে (১২ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে এসে প্রতিবাদ সভা করে সোনারগাঁ উপজেলা যুবলীগ।
এ সময় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন ও উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান নুর প্রমুখ।
প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সভাপতি নান্নু বলেন, সানাউল্লাহ হত্যা মামলা থেকে নবী হোসেনের নাম বাদ না দেয়া হলে আগামী ১৭ এপ্রিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। সভা শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের কাছে একটি শ্মারকলিপি প্রদান করেন।
৯ এপ্রিল খুন হওয়া মৃত সানাউল্লাহ, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের খামারগাঁ টেকপাড়া গ্রামের মিছির আলীর ছেলে।