নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের চার চার বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের ৮ম মৃত্যুবাষির্কী উপলক্ষে গরীব ও অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সাদ্দাম হোসন মিঠু, বাপ্পি ও মনির হোসেন জিহাদের উদ্যোগে ৩০শে এপ্রিল শনিবার বিকালে খানপুর বরফকল রিয়াজুল জান্নাত জামে মসজিদে আয়োজন করা হয়।
এ সময় প্রয়াত সাংসদ নাসিম ওসমান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং তার ছেলে আজমেরী ওসমান এর জন্য বিশেষ দোয়া করা হয়।