মা পার‌ভিন ওসমা‌নের পা‌শে থাকার আহ্বান তনয় আজ‌মেরী ওসমা‌নের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্দেশে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করবেন তার জন্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান বলেছেন, আমার বাবা আলহাজ্ব নাসিম ওসমান রাজনীতি করেছিলেন জনগণের জন্য , ভালোবেসেছেন তার নেতা কর্মীদের । প্রতিটি মুহূর্তে কর্মীদের উপদেশ দিয়েছেন ন্যায় এর পথেই চলার । কিন্তু হটাৎ যেন তার মৃত্যুর পর গোটা নারায়ণগঞ্জ এর রাজনীতির চিত্র পাল্টিয়ে যায় । ১৯ সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের আজমেরী ওসমানের লাইক পেইজে এমন মন্তব্য ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ কে স্বাধীন করার উদেশ্যে মুক্তিযুদ্ধে যোগ দান করেন আলহাজ্ব নাসিম ওসমান , ১৯৭৫ সালে নব্য বধূ ( পারভীন ওসমান ) কে রেখে তার চলে যাওয়া বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে , যিনি নিজে দেখেছেন স্বপ্ন এবং নারায়ণগঞ্জ এর মানুষ কে শিখিয়েছেন স্বপ্ন দেখা , যাকে আজ নারায়ণগঞ্জ এর মানুষ রাজনীতির শিক্ষা গুরু বলেন, আমি গর্বিত তার সন্তান হয়ে । অবহেলিত এমন কি লাঞ্চিত ও হয়েছেন নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অনেক সিনিয়র নেতৃবৃন্দ। পায়নি তারা তাদের যথাযথ সম্মান । পারেনি আগাতে সাংগঠনিক ভাবে । আজ সমগ্র নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতা কর্মীদের আমি আহবান জানাচ্ছি যে, আপনারা আমার মা জনাবা পারভীন ওসমান এর পাশে থেকে  তার হাত কে  আরো শক্তিশালী করুন । উদ্ধার করুন নারায়ণগঞ্জ জাতীয় পার্টি কে এই বেহাল দশা থেকে । আসুন আমরা কাজ করি একত্রে । বিজয় আমাদেরই হবে ইনশা আল্লাহ।

প্রসঙ্গত , গত ৮ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় কুশল বিনিময়কালে নারায়ণগঞ্জ-৫ ( সদর ও বন্দর ) আসনে ৪ বার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমানকে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এছাড়াও তিনি বলেছেন বিএনপি নির্বাচনে না আসলে আমরা ৩শ আসনেই প্রার্থী দিবো। তা না হলে জোটে থেকেই কাজ করবো। তাই আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। এ নিয়ে নারায়ণগঞ্জে কাজ করে যান। নাসিম আমার একনিষ্ঠ কর্মী ছিলো। ওর মত নেতা পাওয়া যায় না। নারায়ণগঞ্জে নাসিম ওসমান মরেনি, আমাদের মাঝে বেচেঁ আছে। আর এটাই নাসিম ওসমানের জনপ্রিয়তার প্রমান।

উল্লেখ্য, প্রয়াত সাংসদ এ কে এম নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙল প্রতীকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাসিম ওসমান। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনে লাঙল প্রতীকে নির্বাচিত হন তাঁরই ভাই এ কে এম সেলিম ওসমান। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান।

add-content

আরও খবর

পঠিত