মায়ের সাথে অভিমান করে ফতুল্লায় কিশোরীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মায়ের সাথে অভিমান করে ফতুল্লায় জাকিয়া পারভীন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত জাকিয়া পারভিন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার উজিয়া গ্রামের দিনমজুর খোরশেদ আলমের মেয়ে ও ফতুল্লা থানার মাহমুদপুরর সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া। ১৪ই জুন সোমবার রাত ৮টায় ফতুল্লা থানার মাহমুদপুরর সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া বাসায় এই ঘটনাটি ঘটেছে।

এদিকে নিহত কিশোরী রাত ৮টার দিকে নিজেদের ভাড়া ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে মা-বাবার সহ প্রতিবেশীদের সহায়তায় জাকিয়া কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায়  জাকিয়া মৃত্যুবরণ করে।

নিহতের বাবা জানায়, সে গ্রামের বাড়ীতে বিভিন্ন ক্ষেত-খামারে কাজ করেন। তার স্ত্রী মেয়ে ও অপর সন্তানদের নিয়ে ফতুল্লার মাহমুদপুরে ভাড়া বাসায় থাকেন এবং বিভিন্ন বাসা বাড়ীতে কাজের বুয়া হিসেবে কাজ করেন। দুই দিন পূর্বে সে গ্রামের বাড়ী থেকে মাহমুদ আসেন। সোমবার দুপুরে তার স্ত্রী মেয়ে জাকিয়া কে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে সামান্য বকাঝকা করেন। রাত ৮ টার দিকে তারা বাসায় ফিরে এসে দেখতে পান যে তার মেয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। তারা তার মেয়েকে নিয়ে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে তার মেয়ে মারা যায়। তার ধারনা মায়ের বকুনির কারনেই মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে তার মেয়ে জাকিয়া।

এ বিষয় ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

add-content

আরও খবর

পঠিত