মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রশাসন বরাবর স্মারকলিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষার্থে ৬ দফা দাবি নিয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ। ৩রা এপ্রিল রবিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ সভাপতি এইচএম মিরাজুল ইসলামের নেতৃত্বে প্রশাসন বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় তাদের নিকট নেতৃবৃন্দরা রমজানের তোহফা ক্যালেন্ডার প্রদান করেন।

৬ দফা দাবি গুলো : দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর ব্যবস্থা করা, ভেজাল বিরোধী অভিযান জোরদার করা, অশ্লীলতা ও বেহাপনার সকল উপায়-উপকরণ বন্ধ করা, মাদকদ্রব্য ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান চালানো ও বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক এইচ এম শাহীন আদনান।

add-content

আরও খবর

পঠিত