মাস্তানি ও পেশী শক্তির দিন শেষ হয়ে যাচ্ছে : অতি.পুলিশ সুপার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেছেন, নির্বাচন এ যাবৎ কালের সবচেয়ে সুষ্ঠু হয়েছে। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। মাস্তানি ও পেশীশক্তির দিন শেষ হয়ে যাচ্ছে। ১শ টাকার বিরিয়ানি খাইয়ে এখন আর নেতার পেছনে সারাদিন ঘুরানো যায় না। মাসেল পাওয়ারের রাজনীতি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জনগনের ভোটে নির্বাচিত হতে চেষ্টা করেন। পেশীশক্তি বাদ দেন না হয় পরিনাম ভয়াবহ হবে। ২৪ই নভেম্বর বুধবার বিকালে বন্দর থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, পুলিশকে আপনি ভয় পাবেন কেন, পুলিশকে ভয় পাবে তো অপরাধীরা। পুলিশের কাজ হচ্ছে আপনাদের সেবা করা। হ্যা, একটা সময় ভয় পেত একজন হাপপ্যান্ট ওয়ালা কনস্টেবল দেখে গ্রাম খালি হয়ে যেত কিন্তু সেই ধ্যান ধারণা বদলে গেছে। পুলিশ এখন জনগনের বন্ধু।

বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহসীন মিয়া, বন্দর ফাঁড়ী ইন্সপেক্টর সঞ্চয় দাস, বন্দর প্রেসক্লাবের কার্য্যকরী সদস্য মাহফুজ জাহিদ, নাসিক এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটনসহ আরো অনেকে।

add-content

আরও খবর

পঠিত