নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মরণঘাতি করোনা ভাইরাসের প্রার্দুভাবে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করায় ২ আইনজীবী ও আওয়ামীলীগ নেতাসহ ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ আগস্ট সোমবার দুপুরে জেলা প্রশাসনের ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তারা হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, পলাশ কুমার দেবনাথ, কামরুল হাসান মারুফ ও নাছরিন আক্তার।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, সরকারি নিদের্শনা অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু করা হয়েছে এবং এ স্থানটিতে সব সময় লোক সমাগম হয়। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস সচেতনতা, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে দুপুরে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করার অপরাধে অ্যাডভোকেট. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট সুজন প্রধানকে জরিমানা করা হয়। একই অপরাধে আওয়ামী লীগের এক নেতা এম এ বাসেদ ভূইয়াসহ ১৪ জনকে ১০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, মানুষকে সচেতন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, মাস্কের ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে আমাদের এই ভ্রাম্যামান আদালতের অভিযান। এ সময় যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে জরিমানা করছি কাউকেই বাদ দেয়া হচ্ছে না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ বলেন, বর্তমানে মাস্ক পড়াটা বাধ্যতামূলক। সেই সাথে সামাজিক দুরত্ব মেনে ৩ ফুট দূরে থাকতে হবে। সরকার এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছেন। নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ২০১৮ (২৫) এর (খ) অনুযায়ী ১৪ জনকে ১শ টাকা করে ১৪শ টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে করোনা সংক্রমণ রোধে আরো সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।