মাস্ক ছাড়া ঘোরাঘুরি, সড়কের ডিভাইডারে দাঁড় করিয়ে শাস্তি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও চলমান রয়েছে কঠোর বিধি নিষেধ। তার পরও এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই বিনা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন। মুখে মাস্কও ব্যবহার করছেন না। এজন্য তাদের রাস্তায় এক পায়ে দাঁড়িয়ে থাকাসহ বিভিন্ন রকম শাস্তির সম্মুখীন হতে হচ্ছে।

২৬ই জুলাই সোমবার  বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া বের হওয়ায় কয়েক যুবককে প্রধান সড়কের ডিভাইডারে (বিভাজক) দাঁড় করিয়ে রাখা হয়। প্রায় ১৫ মিনিট তাদের বিজিবি আনসার সদস্যরা দাঁড় করিয়ে রাখেন। পরে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে দেয়া হয়।

হাজীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আনসারের সহকারী প্লাটুন কমান্ডার মো. শাহজাহান আলী বলেন, সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় শাস্তিস্বরূপ মতআট যুবককে ১৫ মিনিট রাস্তার ডিভাইডারের ওপর দাঁড় করিয়ে রাখা হয়। এখানে শাস্তি মূল উদ্দেশ্য নয়, তাদের মাধ্যমে সবাই যেন সতর্ক হয় সেটাই আমাদের উদ্দেশ্য।

কঠোর বিধি নিষেধের প্রথম থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই বিনা প্রয়োজনে বের হয়েছেন তাদের জেরার মুখে পড়তে হচ্ছে। এদিকে এর আগে কঠোর বিধি নিষেধ প্রথম দিন ২৩ই জুলাই শুক্রবার বিকালে অনেক কে বিনা প্রয়োজনে বের হওয়ার অপরাধে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শান্ত্বনা মার্কেটের নিচে কিংবা রাস্তায় এক পায়ে দাঁড় করিয়ে রাখা হয়। ২ টিকটকার কিশোর সহ পুরো বিকাল জুড়ে অন্তত ২০ জনকে এভাবেই শাস্তির মুখে পড়তে হয়েছে। অভিনব এই শাস্তি অনেকের মনেই ভীতির সঞ্চার করবে বলে মন্তব্য করেছেন অনেকেই।

বিজিবির দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, মানুষ নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন। অধিকাংশের প্রধান অস্ত্র অসুখ আর ওষধ। আমাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেই তারা এই অজুহাত দেয়া শুরু করেন। তবে আমরাও প্রেসক্রিপশন না দেখে তাদের ছাড় দিচ্ছি না। পুরো লকডাউন জুড়ে এভাবেই নির্দেশনা পালনে বাধ্য করার জন্য আমরা কাজ করে যাব।

add-content

আরও খবর

পঠিত