মাসদাই‌রে মাদকসহ বা‌প্পির সহ‌যোগী পার‌ভেজ‌কে পু‌লি‌শে দিল এলাকাবাসী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের মাসদাইরে চিহিৃত মাদক বিক্রেতা বাপ্পির সহ‌যোগী পারভেজকে আটক করে পুলিশে  সোপর্দ করেছে এলাকাবাসী। ২৮ই এপ্রিল বুধবার রাত সাড়ে ১১টায় ফতুল্লা থানাধীণ মাসদাইর বেকারী মোড় এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। ২৯ই এপ্রিল বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানা হেফাজত থেকে আদালতে পাঠালে জেল হাজতে প্রেরন করে।

এর আগে ২৭ই এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে মাসদাইর বেকারী মোড়ের সামনে জোয়াইদ্দা হাজীর বাড়ির পাশ থেকে ইয়াবা সহ চিহিৃত মাদক বিক্রেতা বাপ্পিকে হাতে নাতে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে পরের দিনেই জামিনে বের হয়ে বাপ্পি ও তার সহ‌যোগী পারভেজ আবারো মাদক বিক্রয়ে তৎপর হয়ে উঠে। পরে রাতে এলাকাবাসী ইয়াবা সহ আটক করে পুলিশে দেয়। আরো জানা যায়, মাদকের ডিলার জমিলার সেলসম্যান বাপ্পি। আর পারভেজ সেই মাদকের খুচরা বিক্রেতা। এছাড়াও অভিযোগ রয়েছে যে বাপ্পি ও তার পুরো পরিবার মাদকের ব্যবসার সাথে জড়িত রয়েছে।

এ বিষ‌য়ে ঘটনাস্থল থে‌কে মাদক বিক্রেতা পার‌ভেজকে আটক ক‌রে ন‌ি‌য়ে আসা ফতুল্লা থানার দার‌োগা নেওয়াজ জানান, গতকাল রা‌তে এলাকাবাসী আমা‌দের কা‌ছে সোপর্দ ক‌রে‌ছে। সে চি‌হ্নিত মাদক বি‌ক্রেতা বা‌প্পির সহ‌যোগী। ওইসময় তার কাছ থে‌কে ইয়াবা পাওয়া গে‌ছে। আমরা সকা‌লে তা‌কে কো‌র্টে চালান ক‌রে দি‌য়ে‌ছি।

add-content

আরও খবর

পঠিত