মাসদাইর যুবলীগের পক্ষে মামুন ও আরমানের খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বৃহত্তর মাসদাইর যুবলীগ এর পক্ষ থেকে এসএম মামুন ও মো. আরমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে মাসদাইর বেকারীর মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেটে তাদের জন্য রয়েছে চাল-ডাল, আলু, লবণ, তৈল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন, মো. কামাল, মো. সেলিম, সুমন, জনি ও অন্যান্যরা।

এ প্রসঙ্গে সমাজের বিত্তশারীদের উদ্যেশে তারা জানান, এভাবে যদি বিত্তশালীরা অসহায়দের পাশে দাড়ায় তাহলে কারো না খেয়ে থাকতে হবে না। বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশে এসময় কর্মহীন হয়ে পড়া মানুষরা রয়েছে বিপাকে রয়েছে। তাই যদি তাদের পাশে কেউ দাড়ায় তাহলে অসহায় ও দুস্থ মানুষদের জন্য ভালো হবে।

add-content

আরও খবর

পঠিত