নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে এক নারী সহ দুই মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ই জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার থানাধীন মাসদাইর গুদারাঘাটস্থ পারুলির বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রর নগদ ১১ হাজার ৬শত ৬৫ টাকা উদ্বার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো : ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার (পারুলির গলির) পাপ্পুর বাড়ির ভাড়াটিয়া মৃত মোসলেম মিয়ার স্ত্রী রওশন আরা ও একই থানার মাসদাইর বাজার এলাকার হক মিয়ার ভাড়াটিয়া মো. নাসিরের পুত্র রাসেল (২৬)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশিক ইমরান, উপ-পরিদর্শক মো. শামীম, সহকারী উপ-পরিদর্শক ওবায়েদুর ও সামছু সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর গুদারাঘাটস্থ পারুলির বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রওশন আরা ও রাসেল কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের নিকট হতে মাদক বিক্রির ১১ হাজার ৬শত ৬৫ টাকা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক শামিম জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাসদাইর গুদারাঘাট এলাকা সহ আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। বুধবার দিবাগত রাতে তাদের কে গ্রেফতার করা হয়। তবে পুলিশের অভিযানের টের পেয়ে তাদের অপর এক সহযোগি মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।