মাসদাইর এলাকায় মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ভ্রাম্যমান সংবাদ দাতা) : মাসদাইর পতেঙ্গা মোড় এলাকায় চিহ্নীত মাদক পরিবারের সদস্য হান্ডেট নাছির এর বোন জামাই মাহফুজ মাদকের চালান সহ গ্রেফতার হলেও নাছিরের বড় বৌ শারমিন ও বোন নাজমা বেগম জম জমাট ইয়াবা হেরোইন ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের !

জানা গেছে, মাসদাইর গুদারাঘাট এলাকার কে বি টাওয়ার এ ফ্লাট নিয়ে ভাড়া থেকে শারমিন ও বোন নাজমা ভাড়া থাকে ইসদাইর এলাকায় ফ্লাট নিয়ে! প্রতিদিন সকালে পতেঙ্গা মোড় নিজ বাড়িতে বসে সন্ধ্যা পর্যন্ত চলে মাদক বিক্রি! কতিপয় থানা পুলিশের সোর্স মজিবরকে মাসোহারা দিয়ে নাকি তাদের মাদক ব্যবসা চালাচ্ছেন বলে এলাকায় চাউর রয়েছে!

সকল জোগান দিচ্ছেন ক্রস ফায়ার নিহত বন্ধুক শাহীনের সেগেন্ড ইন কমান্ড হান্ডেট নাছির! নাছির আড়ালে আবডালে থাকলে ও তার বড় বৌ শারমিন ও বড় বোন নাজমা! কাচা ঘরে বসে মাদক বিক্রী করলে ও বসবাস তাদের ফ্লাট বাসায়.চলাচল করেন বোড়খা পরে!

সিমান্ত শহর কক্সবাজার থেকে বিভিন্ন মহিলার মাধ্যমে ইয়াবার চালান এনে শহরের পাড়া মহল্লায় পাইকারী ও খুচরা বিক্রী করছে!কে এই নাছির মাসদাইর এলাকার ফজলু ড্রাইভারের ছেলে হচ্ছে নাছির! এক সময়ে গলাচিপা বন্ধুক শাহীনের মাদক স্পটে গিয়ে সেলস ম্যানের কাজ নেয় এর পর সেগেন্ড ইন কন্মান্ড বনে যান!

তার সহ যোগি হচ্ছে শাহীনের উকিল মেয়ের জামাই মাদক সম্রাট বরিশাইল্লা সাইফুল!শাহীন নিহত হওয়ার পর দুই জনই গা ডাকা দেয়‌! ভুক্তভোগিরা.ডিবি .পুলিশ এর অভিযান ও মাদক পরিবারের সদস্য হান্ডেট নাছির সহ সকলের গ্রেফতার দাবী জানিয়ে জরুরী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

add-content

আরও খবর

পঠিত