নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ৪ ইয়াবাসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন। ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানান, মঙ্গলবার রাতে মাসদাইর বেকারীর মোড় থেকে ইয়াবা সেবনকালে নজরুল ইসলামের ছেলে ইমন, আলতাফের পুত্র স্বপন, আবুল কাশেমের পুত্র ইলিয়াস ও সুজনের পুত্র নয়নকে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামীদেরকে সদর উপজেলায় নিয়ে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইলিয়াসকে তিন মাসের এবং বাকী তিন জনকে সাত দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আকতার চৌধুরী।