মাসদাইরে প্লান পাশ ছাড়াই প্রভাবশালীদের ছায়ায় নির্মাণ হচ্ছে ভবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে অপরিকল্পিতভাবে কোন প্রকার বিল্ডিং কোড অনুসরণ ছাড়াই গড়ে উঠছে অধিকাংশ ভবন। এতে করে হতাহতের ঘটনা সহ ব্যপক ক্ষতিসাধন হলেও দৃশ্যমান হচ্ছে না সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কঠোর কোন পদক্ষেপ। আর এ সুযোগকে কাজে লাগিয়ে শহরের মাসদাইর পতেঙ্গা মোড় সংলগ্নে এমনি একটি ভবন নির্মাণাধীন।

জানা গেছে, কোনরকম ব্যাজমেন্ট করে ইতমধ্যেই পিলার স্থাপন করে চলছে ছয় তলা ভবনটির নির্মাণ। স্থানীয়দের অভিযোগ,  সুরুজ মিয়ার ছেলে আবুল হোসেন জমির মালিক। যিনি খাল ভরাট করে তিন দশমিক ৩৩ শতাংশ জমির উপর এ ভবনটির স্থাপনা শুরু করেছেন। প্রভাবশালীদের ছত্রছায়ায় কাউকেই তোয়াক্কা করেনা আবুল হোসেন। তবে এ ভবনটি নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ ও প্লান পাশ ছাড়া করায় যেকোন সময় হতে পারে বড় কোন দূর্ঘটনা। তাই দ্রæত সংশ্লিষ্ট কতৃর্পক্ষের হস্তক্ষেপই ভবিষ্যতে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ ব্যপারে জমির মালিক আবুল হোসেন জানায়, আমি সয়েল টেস্ট করেছি ছয় তলা ভবন করা যাবে। ভালো করে গাছ পাইলিং দিয়েছি, কিছু হবে না। ভবন নির্মাণের জন্য কোন অনুমতি বা রাজউকের প্লান পাস আছে নাকি জানতে চাইলে তিনি বলেন, জমা দিয়েছি। কিছু টাকা দেয়া হয়নি তাই এখনও কাগজটা আনতে পারি নাই। তবে আমার কাছে অন্য সব কিছু আছে। আসলে দেখাইতে পারমু।

add-content

আরও খবর

পঠিত