নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কোডিভ–১৯ মহামারি চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি দেশটির পুলিশ। তাই আশা করা হচ্ছে দ্রুতই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ১৯ আগস্ট বুধবার দুপুর ৩টার দিকে রায়হানের আইনজীবীরা এ খবর নিশ্চিত করেন। রায়হান কবিরের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে।
এর আগে তাকে গত ২৪ জুলাই গ্রেফতার করা হয়েছিল। এর আগে দুই সপ্তাহ তিনি পালিয়ে ছিলেন। গ্রেফতারের পর ১৪ দিনের রিমান্ডে নেয়া হয় রায়হানকে। রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা বলেন, রায়হানের বিরুদ্ধে মালয়েশিয়ায় কোনো অভিযোগ গঠন করা হয়নি। ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নিয়েছে। এখন তার করোনা পরীক্ষা করা হবে। এ সপ্তাহেই তিনি বাংলাদেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া এর আগে গত ৫ আগস্ট মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের পরবর্তী ফ্লাইট যাবে ৩১ আগস্ট। সেই ফ্লাইটে তাকে পাঠানো হবে। রায়হান আর মালয়েশিয়া ফিরতে পারবেন না। কারণ তাকে কালো তালিকাভুক্ত করা হবে।
উল্লেখ্য, গত ৩ জুলাই আল-জাজিরার লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদনে রায়হানের একটি মন্তব্য প্রকাশিত হয়। তাতে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণের বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে অভিবাসীদের আটক ও কারাগারে পাঠানোর মাধ্যমে মালয়েশিয়া সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে বক্তব্য দেন রায়হান কবির। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মালয়েশিয়ার পুলিশ তার বিরুদ্ধে সমন জারি করে।