নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনারগাাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত দলীয় নেতা-কর্মীসহ লাখ জনতার ঢল নেমেছিল। জনতার শ্রোত পেরিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে খালেদা জিয়ার সময় লাগে সোয়া ২ ঘন্টা। এসময় মুহুর্মুহ শ্লোগান আর করতালির মাঝে তাঁর গাড়িতে ফুলের পাপড়ি ছিটিয়ে সমর্থন ও শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। দেশনেত্রীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়া এগিয়ে চল, জনতা আছে তোমার সাথে, জেগেছে জনতা, বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট-এসব শ্লোগান ছিল নেতা-কর্মীদের মুখে। সকাল ১১টা ৪৫ মিনিটে বেগম খালেদা জিয়ার গাড়ী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রবেশ করে দুপুর ২টায় মেঘনা সেতু অতিক্রম করেন। মহাসড়কে এসময় কিছুটা যানজটেরও সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক নেতা-কর্মীরা সতেরটি পয়েন্টে সমবেত হয়। সাইনবোর্ড, মৌচাক, মাদানীনগর শিমরাইল, কাঁচপুর সেতুর পূর্বপাড়, পশ্চিমপাড়, কাঁচপুর মোড়, মদনপুর, কেওঢালা, ত্রিপরদি, দরিকান্দি, মোগরাপাড়া, মেঘনা টোলপ্লাজাসহ অন্যান্য স্থানে সিনিয়র নেতারা উপস্থিত থেকে দেশনেত্রীকে স্বাগত জানান।
এসময় সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ- আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, এ্যাডভোকেট আবুল কালাম, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, নুর নাহার বেগম, জাহিদ হাসান রোজেল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ ও যুবদল নেতা সোহেল রহমান প্রমূখ।