নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার তালিকাভূক্ত ঝুট সন্ত্রাসী মিজানুর রহমান ওরফে বড় মিজান বাহিনীর বিরুদ্ধে মামলা হলেও ঘটনার সাথে জড়িত এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি ফতুল্লা মডেল থানা পুলিশ। এদিকে মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী বড় মিজানসহ তার বাহিনীর সদস্যরা প্রকাশ্যে বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সে সাথে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য আঃজব্বার নামের এক ব্যাক্তিকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে মাসদাইরবাসী সন্ত্রাসী বড় মিজান বাহিনীসহ তার সদস্যদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এর সামনে থেকে দেশীয় অস্ত্র সজ্জ নিয়ে ঝুট সন্ত্রাসী বড় মিজানসহ তার সহযোগী মিন্টু, খলিল, আমান, মন্টু, জহির, রাজু, ইমুসহ অজ্ঞাত ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী আব্দুল নামের এক ব্যাক্তির উপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় আব্দুলের মোটর সাইকেলটি ভাংচুরসহ আব্দুলকে এলা পাতারি পিটিয়ে এবং কুপিঁয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। একই দিন উক্ত স্থানে গাফ্ফার নামের এক ব্যাক্তির ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আঃজব্বার নামের এক ব্যাক্তি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী বড় মিজান বাহিনীর সদস্যরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এমনকি মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। সন্ত্রাসী বড় মিজান বাহিনীর অব্যাহত হুমকিতে আতংকের মধ্যে দিন পার করছে বাদীর পরিবার। সন্ত্রাসী বড় মিজানসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, সন্ত্রাসী বড় মিজানসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন করেছে স্থাণীয় এলাকাবাসী। এছাড়াও বড় মিজানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান-(২) জানান, উক্ত ঘটনার দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার এজারহারভূক্ত প্রধান আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই সন্ত্রাসী বড় মিজানসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি জানান।