নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মতলব উত্তর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সর্বত্র শুরু হয়েছে উৎসবের আমেজ। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে অংশ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান উপেজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এ্যাড. মঞ্জুর মোর্শেদ সুইট।
তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন প্রতিদিন। এ ব্যাপারে আহ্বায়ক এ্যাড. মঞ্জুর মোর্শেদ সুইট বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে দলের প্রতিটি সাংগঠনিক কর্মকান্ডে সামনে থাকার চেষ্টা করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে দিনরাত পরিশ্রম করেছি। দল থেকে যদি আমাকে নৌকা প্রতীক দেয়া হয় এবং নির্বাচনে জয়লাভ করি তাহলে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই।
আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করতে চাই। সরকারী সকল অনুদান হতদরিদ্রদের মাঝে সমানভাবে বন্টন করবো। দলমত নির্বিশেষে এ এলাকার পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন ও সামাজিক ব্যাধি নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধে কাজ করবো। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ কর্মসূূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছি।
এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, মন্দির, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চাই। এছাড়াও মাদকদ্রব্যর ব্যবহার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আরো বলেন, উপজেলার সকল ইউনিয়নে অসংখ্য অসহায়-বঞ্চিত মানুুষের পাশে দাড়ানোর পাশাপশি তাদের সার্বিক উন্নয়ন কাজ করতে চাই। এজন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন।
আহ্বায়ক এ্যাড. মঞ্জুর মোর্শেদ সুইট উপজেলার জহিরাবাদ ইউনিয়নে জন্ম গ্রহন করেন। তার দাদা মরহুম গোলাম মোস্তফা মিয়া সাবেক চেয়ারম্যান জহিরাবাদ ইউনিয়ন। বাবা এ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহিরাবাদ ইউনিয়ন। চাচা প্রয়াত গোলাম রাব্বানী বাবলু সাবেক চেয়ারম্যান জহিরাবাদ ইউনিয়ন। মামা আলী আক্কাস বাদল বর্তমান চেয়ারম্যান জহিরাবাদ ইউনিয়ন।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর সংসদ নির্বাচনের প্রস্তাবকারী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক এ্যাড. মঞ্জুর মোর্শেদ সুইট।