নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন বলেছেন,তোমাদেরকে শিক্ষার্জণ করে সত্যিকারের মানুষ হতে হবে। সৎ আর সত্যিকারের মানুষের কোন জুড়ি নেই। সৎভাবে জীবন যাপন করলে ইহকাল-পরকালে শান্তি পাওয়া যায়।
সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বন্দর উপজেলাধীন কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টুথপেষ্ট ও ব্রাশ বিতরণকালে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন আরো বলেন,বঙ্গবন্ধু হচ্ছে একটি আদর্শের প্রতীক। বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করলেই ভাল মানুষ হওয়া যায়। সারাজীবন স্বচ্ছ রাজনীতি করেই এ পর্যায়ে এসেছি। মানুষের ক্ষতি করে অনেক কিছু আদায় করা যায় সমাজে বড় হওয়া যায়না। নির্লোভ জীবনের অনেক দাম। বাবা-মায়ের কথা মেনে চলার চেষ্টা করবে। ভাল পথ বেছে পা বাড়াতে। লক্ষ্য নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সব সময় দাঁত পরিচর্যা করতে হবে। অন্যকেও নিয়মিত দাঁত মেজে পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিবে। দাঁত ভাল থাকলে হাসলে সুন্দর দেখায়। খাবার খেতেও কোন অসুবিধা হয়না। আর একটি কথা তোমরা মাকে শ্রদ্ধা করবে মায়ের মতো আপন কেউ হয়না।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মাহমুদা মালার সভাপতিত্বে কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম রাশেদুজ্জামান,বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফেরদৌসী বেগম,নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান,নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক নুরুন্নাহার সন্ধা,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ বাবু,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,যুগ্ম সম্পাদক আক্তার হোসেন,সমাজ সেবক সাখাওয়াত হোসেন বাচ্চু,কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবদুস সালাম,২২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ আলী, মোঃ লাভলু,মোঃ লিটন,কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক রেজিয়া জিয়াসমিন,পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধাণ শিক্ষক পারভিন আক্তার প্রমুখ।
এ সময় ৪শ’৪১জনের মাঝে এসব টুথপেষ্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়। পরে তিনি আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ’৪৮জন শিক্ষার্থীর মাঝে উল্লেখিত উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ৬নং ওয়ার্ডের সদস্য জিয়াউদ্দিন মেম্বার,তাজুল ইসলাম,খোকা মহিউদ্দিন,মোঃ বাবুল মিয়া,মোবারক হোসেন,মফিজুল ইসলাম,আক্কেল আলীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যে সকল চিকিৎসক টুথপেষ্ট ও ব্রাশ সংক্রান্তে উপদেশমূলক পরামর্শ প্রদান করেন এরা হচ্ছেন ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ,উপ-সহকারি সাঈদ,কানজুল,আজাদ,সজিব,আরিফা ও মোঃ শহীদুল্লাহ। আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণকালে তিনি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের আশ^াস দেন।