মানব কল্যাণ পরিষদের ১৭ বছর পদার্পণ উপলক্ষ্যে বর্ষপূর্তি উৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতনিধি ) : নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও সফল সংগঠন মানবকল্যাণ পরিষদ ১৭ বছর পদার্পণ উপলক্ষ্যে গত শুক্রবার ২১ই জুলাই বিকেলে শহরের পাঠানটলীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মিলনায়তনে বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে সকলকেই আহ্বান জানানো হয়। মানব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম বিনতে জেবিন শেখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজকর্মীরা যখনই খুব বেশী ভালো ভালো কাজগুলো করে তখনই একশ্রেণির অসাধু ব্যক্তি তাদের বাধাগ্রস্থ করতে উঠেপড়ে লাগে। সমাজ সচেতনায় এবং মানুষের সেবায় মানব কল্যাণ পরিষদের কর্মীরা যেভাবে কাজ করছে তাদের এবং সংগঠনের প্রতি আমার সবসময় সহযোগিতা ও যথেষ্ট আন্তরিকতা থাকবে। মাদক সন্ত্রাস ও ইভটিজিং এবং নারী নির্যাতন এর বিরুদ্ধে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। যে কোন সমস্যা আমাদের জানালে প্রশাসন দ্রুত সমাধান করার চেষ্টা করবে। আর খুব শিঘ্রই নারায়ণগঞ্জের ডি.এন.ডি বাসীর দীর্ঘদিনের সমস্যা দ্রুত লাগব হতে যাচ্ছে।

বিশেষ অতিথি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, সমাজ থেকে সন্ত্রাস ও মাদক দূর করতে হলে আমাদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। সেই সাথে মাদক বিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি আসুক আমরা নিজেকে সেভ রেখে কাজ করবো। প্রশাসনিক যত রকম সহযোগিতা প্রয়োজন হয় তা আমরা করবো। সমাজকর্মী এম এ মান্নান ভূঁইয়া মাদক বিরোধী কাজ করতে গিয়ে মাদক সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। মৃত্যু পথযাত্রী ছিলেন তিনি। তারপরও থেমে থাকেননি।

বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান বলেন, সমাজকর্ম সবাই করতে পারে না। সমাজকর্মের জন্য ভালো মন ও সাহসিকতার প্রয়োজন হয়। দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বলেন, সন্ত্রাস, মাদক বিরোধী কাজে এবং সংগঠনের কর্মীদের বিপদে আরো ভালো ভাবে পাশে দাড়াতে হবে। আমাদের মিডিয়া এবং সাংবাদিকরা যেভাবে সমাজকর্মী মান্নান ভূঁইয়ার বিপদে পাশে দাড়িয়ে ছিলাম সেভাবে আপনাদেরকেও সাহসী ভূমিকা রাখতে হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধান বলেন, মানবকল্যাণ পরিষদ যেভাবে সমাজে কাজ করছে আমরা তাদেরকে সেভাবেই যথেষ্ট মূল্যায়ণ করছি। আগামী মাসেই সংগঠনটির জন্য সমাজসেবা থেকে বিশেষ অনুদান দেওয়া হবে ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ্ মাহমুদ টিটু বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য সদস্যদের আরো সক্রিয় হতে হবে। তিনি সকল সদস্যদের ভুলত্রুটি সংশোধন করে আগামীর প্রত্যাশায় সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল বলেন, কিন্তু মানবাধিকার কর্মীরা বর্তমানে যেভাবে হয়রানীর স্বীকার হচ্ছে তা অত্যান্ত দু:খজনক। তাই দলমত নির্ভিশেষে মানবাধিকার রক্ষায় সকলের এগিয়ে আশা উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, কবিরা আজ নিগ্রহিত ও অবমূল্যায়িত। তাদেরকে যথাযত মূল্যাণ করে প্রশাসনিক ভাবে কিছু করা দরকার। পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোঃ খায়রুল আলম বলেন, পুরুষরা আজ নারীদ্বারা যেভাবে নির্যাতিত হচ্ছে তা অত্যান্ত দু:খজনক। আমরা দ্রুত পুরুষ মন্ত্রণালয় সহ পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন পাশের দাবি জানাচ্ছি।

মুক্তচিন্তা পাঠাগারের সভাপতি মামুনুর রশিদ বলেন, সমাজ সচেতনতায় জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের দিকে সংগঠনটি যে কাজ করছে তা অতুলনীয়। বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম বিজয় বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সমাজকর্মীরা। আর তাদের বাধা গ্রস্থ করতে এক শ্রেণির নামধারী খারাপ লোক সবসময় পিছু লেগে থাকে। তাই বলে আমরা থেমে থাকবো না। পদক্ষেপ পাঠাগারের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ রিপন বলেন, যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলবই। কারো কাছে মাথা নত করবো না।

আরো বক্তব্য রাখেন, কায়েমপুর জন কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ মিলন, মহজমপুর মাদকবিরোধী আন্দোলনের কর্মী মোঃ শামীম, মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর-এ-আল হাসান, অর্থ সচিব সাইফুল ইসলাম, প্রচার ও দপ্তর সচিব জি.এম মোস্তফা। ছড়া কবিতা পাঠ করেন আবুল বাসার খান, আমিনুল ইসলাম মামুন, সফিকুর রহমান নিজাম, গান পরিবেশন করেন কবি ও গীতিকার গোলাম নবী পান্না এবং নারী সমাজকর্মী সুমী আক্তার ও নিঝুমসহ অন্যান্য। আরো উপস্থিত ছিলেন, জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়শা আক্তার, সাপ্তাহিক আলো তরি পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ ও সমাজকর্মী নূর মোহাম্মদ বাবু, তন্নী আক্তার, সিমা ও লাবনীসহ অন্যান্য। বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু ও সাইফুল্লাহ্ মাহ্মুদ টিটুকে সামাজিক অবক্ষয় রোধে বিশেষ ভূমিকা রাখায় তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও সক্রীয় কর্মীদের মাঝে উপহার হিসাবে বই বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত