মানব কল্যাণ পরিষদের মাদক সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : মাদক সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণার দাবী জানিয়ে মানব কল্যাণ পরিষদ গত ১৮ আগষ্ট শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাঠানটুলীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মিলনায়তনে মাদক সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছে। সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুদ্দিন। তিনি বলেন মাদক ক্যান্সারের চাইতেও ভয়াবহ। মাদক নির্মূলে জেলা পুলিশ প্রশাসন যথেষ্ট আন্তরিক ভাবে কাজ করছে। যারাই মাদক বিক্রি করছে তাদের কোন রকম ছাড় নয়। নিয়মিত পুলিশি অভিযানের পাশাপাশি আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকায় আগামী ১ মাসের মধ্যে চিহ্নিত মাদক সন্ত্রাসী সহ ওয়ারেন্টভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে। হয় এলাকার মধ্যে মাদক সন্ত্রাসী থাকবে, না হয় আমি চলে যাব। মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কর্মী মান্নান ভূঁইয়ার উপর যারা অতর্কিত হামলা চালিয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর রক্তাক্ত জখম করেছিল তারা কেউই ছাড় পাবেনা। পুলিশ প্রশাসন সবসময় মানব কল্যাণ পরিষদের পাশে আছে এবং থাকবে।

বিশেষ অতিথি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার হতে হবে। এলাকাবাসী সঠিক তথ্য দিলে দ্রুত মাদক বিক্রেতা ও সেবীদের গ্রেফতার করে মোবাইল কোর্ট এবং নিয়মিত মামলার মাধ্যমে কঠিন সাজা দেওয়া হবে। গত বছর ১৮ আগষ্ট রাতে চিহ্নিত মাদক সন্ত্রাসীরা মান্নান ভূঁইয়ার ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালিয়েছিল তাদের সহ ঐ এলাকার কোন মাদক সন্ত্রাসী পাড় পাবেনা। তাদের আইনের আওতায় আসতেই হবে। দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বলেন, মাদক সন্ত্রাসীবিরোধী সামাজিক কাজকর্ম করলে বাধাবিপত্তি আসবেই তাই বলে থেমে থাকা যাবেনা। মিডিয়ার মাধ্যমে মাদক সন্ত্রাসীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আমাদেরকে সমাজকর্মী মান্নান ভূঁইয়ার মতো আরও মান্নান ভূঁইয়া হতে হবে। তাই ১৮ আগষ্টকে সরকারি ভাবে মাদক সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণার দাবীটি যাতে পূরণ হয় সেই জন্য প্রশাসনের সকলকেই আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিক সমাজ সবসময় ভালো কাজের সাথে আছে এবং থাকবে। মান্নান ভূঁইয়া যেভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছে নিজের জীবনকে বিপন্ন করে। আমরা মিডিয়ার মাধ্যমে মানব কল্যাণ পরিষদকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক রয়েছি। সমাজে মাদক, সন্ত্রাস থাকবে বলে আমরা চুপ করে বসে থাকবো না। সামাজিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবো।

মাদক সন্ত্রাসবিরোধী সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্য মাহফুজ জাহিদ, সম্প্রীতি সংগঠনের সভাপতি আবুল হোসেন, জাতীয় লেখক কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ ইউসুফ খান, মুক্তচিন্তা পাঠাগারের সভাপতি মামুনুর রশিদ মামুন, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এসএম ইকবাল, আলোকিত সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি গাজী মুশফিকুর রহমান লিটন, আদর্শ কলোনী ভূমিহীন সমবায় সমিতির সভাপতি মোঃ সালাহউদ্দিন, মরহুম আব্দুল আলী ফকির স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা, মাদক বিরোধী সামাজিক আন্দোলনের কর্মী মিজানুর রহমান সবুজ, জাহাঙ্গীর হোসেন, মোঃ আকাশ, মোঃ শামীম ওসমান হৃদয়, মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর এ আল হাসান, অর্থ সচিব মোঃ সাইফুল ইসলাম ও প্রচার ও দপ্তর সচিব জিএম মোস্তফা প্রমুখ।

সভা চলাকালীন সময়ে মাদক মুক্ত করার লক্ষ্যে উত্তর হাজীগঞ্জ গ্রামবাসী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের হাতে একটি লিখিত আবেদন করেন। সংগঠনের চেয়ারম্যান ও সরকারি ভাবে জেলার শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার প্রাপ্ত এমএ মান্নান ভূঁইয়া বলেন, চিহ্নিত মাদক সন্ত্রাসী ও আমার হত্যা চেষ্টাকারীরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। সেইসাথে আইলপাড়া, পাঠানটুলী ও উত্তর হাজীগঞ্জ এলাকায় বহিরাগত মাদক সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এখনই দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অপরাধিরা বড় কোন ধরনের দুর্ঘটনা ঘটানোর আশংকা করছি। আমি পুলিশ প্রশাসন সহ সকলের কাছে মানব কল্যাণ পরিষদের সদস্য ও সমাজকর্মীদের জীবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে মুক্তচিন্তা পাঠাগারের জন্য বই উপহার দেওয়া হয়। সভার শেষ প্রান্তে হাফেজ মাওলানা শাব্বির বিন ইসহাক সমাজকর্মী সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

add-content

আরও খবর

পঠিত