মানব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ও সফল সংগঠন মানব কল্যাণ পরিষদ এর আয়োজনে শনিবার দুপুরে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সদরের পাঠানটুলীস্থ কবরস্থান রোডে অবস্থিত মানব কল্যাণ পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও সদস্য ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিকেল ৩টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পূর্বে এলাকায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর এ আল হাসান এর সাবলিল উপস্থাপনায় সংগঠনের সফলতা, ব্যর্থতা ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা হয়। এছাড়া দেশের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ডিএনডির ভিতের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবার ও মায়ানমারের নির্মম নির্যাতনের শিকার মুসলিম রোহিঙ্গাদের কিভাবে ত্রাণ সহায়তা দ্রুত পৌছানো যায় সে ব্যাপারেও সকলেই আন্তরিক ভাবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মায়ানমার সরকারের প্রতি তীব্র ঘৃণার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম মোস্তফা, কাজী খাজা মামুন, মনির হোসেন সুমন, এস.এম বিজয়, আরিফ চঞ্চল, ইব্রাহিম খলিল, সাজিয়া আক্তার আঁখি, মাহফুজা আক্তার লাবনী, নূপুর, জিতু আক্তার, মোঃ মাহাবুব হোসেন, নূর আয়শা, হাফেজ মাওলানা মোঃ ইসমাইল, গাজী মুশফিকুর রহমান লিটন, হামিদুল হক ভূইয়া, নুরুজ্জামান কাউছার, হুমায়ুন কবির, বসির শরিফ, শামীম ওসমান হৃদয় সহ অন্যান্যরা। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সভাপতির বক্তব্যে বলেন নারায়ণগঞ্জে যেভাবে মাদক সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে তা অত্যান্ত দুঃখ জনক।

ক্রাইমজোন হিসেবে পরিচিত আইলপাড়া পাঠানটুলী ও উত্তর হাজীগঞ্জ এলাকায় মাদক সন্ত্রাসীদের উৎপাতে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। অন্যদিকে চিহ্নিত মাদক সন্ত্রাসীরাই মাদক বিরোধী কমিটি গঠনের নামে এলাকাবাসীর সাথে প্রহসন করছে। মাদক সন্ত্রাসী সহ সেল্টার দাতাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। পরিশেষে ছড়া-কবিতা পাঠের মাধ্যমে আনন্দ বিনোদনে উৎসবটির সমাপ্তি ঘটে।

add-content

আরও খবর

পঠিত