নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের জন্য নারায়ণগঞ্জ জেলার সফল স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদকে ত্রাণ সহায়তার বিশেষ অনুদান প্রদান করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ।
সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও অর্থ সচিব সাইফুল ইসলামের হাতে ত্রাণ সহায়তা বিতরণের জন্য নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। উল্লেখ্য মানব কল্যাণ পরিষদ বন্যা দুর্গতদের সাহায্যের জন্য উপজেলা সমাজসেবা অফিসার মিয়া ফিরোজ আহমদ খান এর সুপারিশে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করলে সেবামূলক কার্যক্রমের জন্য তা মঞ্জুর করা হয়। আগামী ৩১ আগষ্ট সকালে পাঠানটুলীস্থ মানব কল্যাণ পরিষদ কার্যালয়ে ডিএনডির ভিতর অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হবে বলে সংগঠন সূত্র জানায়।