মানবতার সেবায় এগিয়ে আসতে হবে : সদর ইউএনও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : চতুর্থ বর্ষে রোটারী ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জ চার্টার নাইট সেলিব্রেশন ও ভকেশনাল সার্ভিস এ্যওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ বলেছেন, আর্তমানবতার সেবায় সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে এবং মানবাধিকার রক্ষায় সচেতনতামূলক কাজের পাশাপাশি সামাজিক মূল্যবোধে আমাদের এগিয়ে আসতে হবে। অন্যায়ের প্রতিবাদ এবং ভালো কাজের সাথে সব সময় সম্পৃক্ত থাকতে হবে।

২রা ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে রোটারী ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট সালেহ মাহমুদ উজ্জল এর সভাপতিত্বে চার্টার প্রেসিডেন্ট কবির হোসেন এর সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলেক্ট প্রেসিডেন্ট মোঃ আব্দুল মোতালেব। সমাজের বিভিন্ন অসংগতি এবং কিভাবে অসহায় মানুষের পাশে দাড়ানো যায় সেই কথা উল্লেখ করে আরও বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী আসাদুজ্জামান, এ্যাড. ইন্দ্রজিৎ সাহা দীপক, ইলেক্ট সেক্রেটারী নুরুজ্জামান জিকু, রোটারীয়ান রোবায়েত হোসেন, ইন্দ্রজিৎ সাহা, এহসান সুমন, সোহাগ খোকন, আব্দুল মতিন, আলহাজ্ব মনির, আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, তরিকুল ইসলাম মামুন, হাজী আব্দুল কাদের, ইমতিয়াজ, মোঃ শাহাদাৎ হোসেন ও প্রজেক্ট চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া। অনুষ্ঠানে ভকেশনাল সার্ভিসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মানিত ৫জন ব্যক্তির মধ্যে চিকিৎসা সেবায় ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম, নারী উদ্যোক্তা হিসেবে মাহফুজা আক্তার, শিক্ষাক্ষেত্রে শিক্ষক এ,কে,এম ইব্রাহীম ও সমাজকর্মে সমাজসেবায় মাহবুব হাসানকে এ্যওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য রোটারীয়ানবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনারিয়াম মেম্বার হিসাবে আব্দুস সাত্তার চৌধুরী প্রধান অতিথিকে থাকার প্রস্তাব দিলে তিনি আন্তরিকভাবে খুশি হন। সদর ইউএনও কে সাথে সাথেই ফাহমিদা আহমেদ রিফা ক্লাবের রোটারীয়ান পিন পরিয়ে দেন।

add-content

আরও খবর

পঠিত