মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা নাজমুল হাসান নামে এক কলেজ শিক্ষার্থীকে ইট দিয়ে মাথা থেতলে ও রড দিয়ে পিটিতে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে ঐ শিক্ষার্থীকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেয়া হয়। ৩০ ই জুন শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিনপাড়া প্রাইমারী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর বাবা আবুল হোসেন জানান, একই এলাকার মাদক ব্যবসায়ী শফিকুল আলম রাজা, নাঈম, হৃদয় দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছে। আহত স্কুল শিক্ষার্থীর পিতা আবুল হোসেন মাদক ব্যবসায়ীদের মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করেন।

এর জের ধরে ৩০ ই জুন শুক্রবার দুপুরে আবুল হোসেনের ছেলে নাজমুল হাসানকে রাস্তায় একা পেয়ে মাদক ব্যবসায়ী শফিকুল আলম রাজা, নাঈম, হৃদয়, ইব্রাহিম, সাজ্জাদ, জসিম, শাকিল, সেলিমসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঐ শিক্ষার্থীকে পথরোধ করেন। পথরোধের কারন জিজ্ঞাসা করলে মাদক ব্যবসায়ীরা নাজমুল হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এসময় নাঈম ইট দিয়ে নাজমুলের মাথা থেতলে গুরুতর আহত করেন।

নাজমুল হাসানকে বাঁচাতে তার মামা সোহেল এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে মাদক ব্যবসায়ীরা এ ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত