নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদক বাংলাদেশে একটি সামাজিক ব্যাধি। সমাজের যুবসমাজ মাদকের ছোবলে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ঠিক সেই সময়েই বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে প্রায় নব্বইভাগ অগ্রনী ভূমিকা পালন করতে সচেষ্ট হয়েছে। বন্দর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাফিয়ান আহাম্মেদের নেতৃত্বে শ্রমিকলীগের কর্তৃক অভ্যর্থনাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা এগিয়ে আসলে সমাজে কোন মাদক ব্যবসায়ী থাকবেনা। মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নয়। মাদক নির্মূলে আমার যা করা দরকার আমি তাই করব। মাদক নির্মুলে জনসচেতনতাই একমাত্র মাধ্যম।
এ সময় বন্দর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাফিয়ান আহাম্মেদ ছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর থানা শ্রমিকলীগের সহ সভাপতি নিজাম উদ্দিন, মো. মাহাবুব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, শ্রমিকলীগনেতা মো. ইউসুফ, মো. শুক্কুর আলী, মো. জুয়েল প্রমূখ।