মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ব্যাপক ভূমিকা রাখে : সাবেক এমপি কায়সার

নারায়ণগঞ্জ বার্তা ২৪  (সোনারগাঁ সংবাদ দাতা) : নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ব্যাপক ভূমিকা রাখে। তিনি আরও বলেন, যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং যারা আয়োজন করেছে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা পরাজয় বরণ করেছ তোমরাও ভাল খেলা পদর্শণ করেছ। তার পাশাপাশি বলব এই মাস আমাদের গৌরবের মাস। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আমাদের আজও প্রেরণা যোগায়। তার সেই ভাষণেই উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এ মাসেরই ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন সেজন্য আমরা এই মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ মাসের ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস যা জাতীয় জীবনে আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন। তাই দেশের সকল শহীদ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে শ্রদ্ধা জানাচ্ছি। আসুন আমরা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। সোনারগাঁয়ের পঞ্চমীঘাট স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার বিকেলে পঞ্চমীঘাট অনির্বাণ যুব সংঘের আয়োজনে এবং পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরীর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৩২টি দলের অংশগ্রহনে চলমান উক্ত টুর্নামেন্টের ফাইনালে গকুলদেশেরবাগ প্রগতি সংঘ ও নানাখী দক্ষিণ পাড়া যুব সংঘের মধ্যে নির্দিষ্ট সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে সরাসরি ট্রাইবেকারে গকুলদেশেরবাগ প্রগতি সংঘ ২-০ গোল ব্যবধানে নানাখী দক্ষিণ পাড়া যুব সংঘকে পারজিত করে। সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও হাবিবুর রহমান রনি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক আরিফুল ইসলাম রবিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুব পারভেজ ও অত্র স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক বিএসসি উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, আশ্রাফ আলী মেম্বার, সাবেক মেম্বার আবুল কাশেম মিয়া, অত্র স্কুল এর ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহজাহান মিয়া, সনমান্দি হাসান খাঁন হাই স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, পঞ্চমীঘাট স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোহসিন মিয়া, শ্রী রাজীব দাস ও ইসমাঈল হোসেন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল, পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরীর সা. সম্পাদক মামুন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন মাছুম, সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা চাহেল মোল্লা, আঃ রহিম, পারভেজ, নাজমুল, আইয়ুব নবী, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং দূরদুরান্ত থেকে আগত দর্শকরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

add-content

আরও খবর

পঠিত