মাদক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান : পুলিশ সুপার হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান চলছে। এখানকার এমপিও চায় না এসব থাকুক। সেহেতু আমাদের অ্যাকশনও চলবে। কোন অপরাধ অন্যায় হলে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নিব। ১৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।

কালাপাহাড়িয়ার উন্নয়ন প্রসঙ্গে পুলিশ সুপার হারুন বলেন, আমি নিজেও হাওরের মানুষ। এখানের একটি ইউনিয়ন পানি বেষ্টিত। অথচ আমার প্রতিটি গ্রামে যেতে নৌকায় যেতে হয়। হাওরের মানুষ প্রচন্ড সাহসী হয়। আমাদের অনেক গ্রামে বিদ্যুৎ না থাকলেও কালাপাহাড়িয়াতে সেটা আছে। এখানকার রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভাবনীয় উন্নতি হচ্ছে। ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়াটার) সুভাষ চন্দ্র সাহা,  শাহাবদ্দিন আহমেদ সিনিয়র সহকারি পুলিশ সুপার ট্রাফিক, মনিরুজ্জামান (আলফা-২), আবদুল্যাহ আল মামুন (আলফা-৩), আফসার উদ্দিন খাঁন (সি-সার্কেল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও স্থানীয় যুবলীগ নেতা ফাইজুল ইসলাম ডালিম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত