নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেছেন, আজকের এই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম থেকে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাদক নির্মূল করার জন্য আমাদের পুলিশের যা যা করা লাগে আমরা তাই করবো। আমি গ্যারান্টি দিলাম আমার যদি কোন পুলিশ সদস্য এই মাদকের সাথে জরিত পাওয়া যায়, তার চাকরি থাকবে না। আর এটা আমি গ্যারান্টি দিলাম, আমার কোন পুলিশ সদস্য মাদকের সাথে সংশ্লীষ্টতা থাকবে না। ২৯ অক্টোবর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ।
এসপি গোলাম মোস্তফা রাসেল বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু যখন রাজারবাগ এসেছিলেন, তখন বলেছিলেন প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে কমিউনিটির সাথে মিশে কাজ করার ব্যবস্থা করো। আমাদের পুলিশ রেজুলেশন অব বেঙ্গল এ লেখা আছে কিভাবে আমরা জেলা, উপজেলা, ইউনিয়নের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে পারবো, নির্দেশনা আছে। দেরিতে হলেও আমাদের বাংলাদেশে কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থাটা চালু করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি আমরা অনুসরণ করবো। পাশাপাশি আমাদের আরও দুটি সমস্যা আছে। নারী নির্যাতন ও কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। কমিউনিটি পুলিশের সাহায্য নিয়েই আমরা কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসেছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর কুমার সাহা, র্যাব-১১ অধিনায়ক (সিইও) তানভীর মাহমুদ পাশা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী, কমিউনিটি পুলিশং জেলা কমিটির সহ সভাপতি কাওসার আহাম্মেদ পলাশ, অফিস সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা কমিউনিটি পুলিশিং সভাপতি মোস্তফা কামাল, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. মাহাবুব রহমান বাবুল, শিপন সরকার সহ প্রমুখ।