মাদকের সম্পৃক্ততা প্রমাণ করলে রাজনী‌তি ছে‌ড়ে দি‌বো : কাউ‌ন্সিলর দুলাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্র্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে রাজনীত্বি ও জনপ্রতিনিধিত্ব করবো না। ২২ই জুন মঙ্গলবার সকালে নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের নিজ কার্যলয়ে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২১ জুন সোমবার নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকার লিড নিউজে হাত বাড়ালেই পাওয়া যায় ফেন্সিডিল, ইয়াবা বড়ি ও গাঁজা ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলরের মাদক ব্যবসা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের একটি অংশে আমাকে মাদক ব্যবসায়ী আখ্যা দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীণ। কেননা আমি কখনো মাদক ব্যবসায়ী ছিলাম না, বর্তমানে তো প্রশ্নই আসে না এবং ভবিষ্যতে এ ধরণের কাজে লিপ্ত হওয়ার স্বপ্নও দেখিনা। কেননা আমি একজন জনপ্রতিনিধি। আমি আমার ওয়ার্ডে পর পর ২বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি মাদকের সঙ্গে জড়িত থাকলে সচেতন জনগন আমাকে কোনক্রমেই বার বার নির্বাচিত করতেন না।

মূলত: ২০১৯ সালে রাজনৈতিক আক্রোশের জের ধরে একটি চক্র আমাকে সহ আমার গাড়ীর চালক, একজন প্রথম শ্রেণীর ঠিকাদার এবং যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেয়। যা আদালতে বিচারাধীন রয়েছে অদ্যাবধি তা আমার বিরুদ্ধে মাদক ব্যবসার বিষয়টি কোনভাবে প্রমাণিত হয়নি। সুতরাং এখানে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে সচেতন পত্রিকা কর্তৃপক্ষ মনগড়া সংবাদ প্রকাশ করেছে পাশাপাশি সংবাদের কোথাও আমাকে আত্মপক্ষ সমর্থণের সুযোগ দেয়া হয়নি যা কি না সংবাদ পত্র নীতিমালা বর্হি:ভূত অর্থাৎ অপ-সাংবাদিকতার শামিল। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। বানোয়াট সংবাদের প্রতিবাদের পাশাপাশি বলতে চাই আমি ওসমান পরিবারের নীতি এবং আদর্শ অনুস্মরণ করে রাজনীতি করি। যারা ওসমান পরিবারের নীতি এবং আদর্শ অনুস্মরণ করে চলে তারা কখনো মাদক ব্যবসাতো দূরের কথা মাদকের সঙ্গে কোনভাবেই সম্পৃক্ত থাকার প্রশ্নই ওঠেনা। আমি চ্যালেঞ্জ করছি কখনো কোনদিন কোনভাবে যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি প্রমাণ করতে পারে তাহলে আর জীবনে আমি রাজনীতি এবং জনপ্রতিনিধিত্ব করবোনা জনগণ যা শাস্তি দিবেন তা স্বেচ্ছায় মাথা পেতে নিবো।

add-content

আরও খবর

পঠিত