নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মাদকের বেপারে কোন ছাড় নেই জানালেন বন্দর থানার ওসি মো: নজরুল ইসলাম সেই সাথে তিনি আরো জানায় মাদক মুক্ত বন্দর গড়তে সবোর্”চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তা বাস্তবায়নও হচ্ছে। আমার অফিসার ও ফোর্সদের স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি মাদক সাথে জড়িত যেই হোক না কেন তাকে আটক করে আদালতে প্রেরন করতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হলে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। নিজ সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। সেই সাথে নিজ নিজ এলাকার মাদক নির্মূল করার জন্য পুলিশকে সহযোগিতা করতে হবে। তবেই বন্দরকে মাদক মুক্ত করতে সহজ হবে।
বন্দর থানার ওসি মো: নজরুল ইসলাম নারায়ণগঞ্জ বার্তার সংবাদ দাতাকে জানান, যেদিন থেকে আমি বন্দর থানার দায়িত্ব নিয়েছি সেদিন থেকে বন্দর বাসিকে আমার পরিবারের একটি অংশ মনে করি। কোন বাবা যেমন তার সন্তানের ধ্বংস দেখতে পারে না কোন ভাই যেমন তার ভাই-বোনদের ধ্বংস চায় না ঠিক তেমনি আমিও চাই না। আমি চাই বন্দর এলাকার সকল শ্রেনীর লোকের সুন্দর ভবিষ্যত। জানমাল নিরাপদে রাখতে জোরদার করেছি টহল পুলিশের টিম। গত মাসে বন্দর এলাকার বিভিন্ন জাগায় অভিযান চালিয়ে ১৭২৯ পিস ইয়াবা ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ ২২ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে এদের প্রত্যেককে আদালতে প্রেরন করা হয়েছে।