মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সাংবাদিককে গুলি করে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( দিনাজপুর প্রতিনিধি ) : মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সাংবাদিক ফজলুর রহমানকে দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করে। দিনাজপুর চিরিরবন্দরে মাদক বিরোধী আন্দোলনের রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস)-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ফজলুর রহমানকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে গুলি ডেমেস থাকায় তিনি এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন।

৩ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফজুলুর রহমান তার বাড়ির সামনে ভ্যান মেকানিক ইব্রাহিমের দোকানে বসে  গল্প করছিলেন। এ সময় কালো কাপড় পরা চার মুখোশধারী দোকানে ঢুকে অতর্কিতভাবে গুলি করে। তবে গুলি ডেমেস থাকায় কাজ না হলে দোকানে থাকা লোহার ক্যারেন দিয়ে ফজুলুর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে আবারও আঘাত করলে তিনি হাত দিয়ে মাথা রক্ষা করতে গেলে হাতে জখম হয় ও হাত ভেঙে যায়।

ঘটনার পর পাশের দোকানদার সাইদুর ও ইব্রাহীম গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে যায় ।

এ ব্যাপারে চিরিরবন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬টি গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে গুলিগুলো পূর্বের ব্যবহৃত ও ডেমেজ ছিল। গুলিতে কোন বারুদের গন্ধ ছিল না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত