নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে নুরুজ্জামান নামে এক মাদকবিক্রেতাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৭ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান মাগুরা জেলার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের নূর হোসেনের ছেলে। বিষয়টি জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেসমিন আহম্মেদ।
তিনি বলেন, ২০১৮ সালের ৭ মে রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গি পেট্রোল পাম্পের সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ৬শ পিস ইয়াবাসহ নুরুজ্জামানকে আটক করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা দেন আদালত।