নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনসাধারণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষে প্রচারণামূলক কাজে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ৫ আগস্ট সোমবার সকাল পৌনে ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজিটাল এলইডি কিউস্ক শুভ উদ্বোধন করেন ডিসি মো. জসিম উদ্দিন।
উদ্বোধক জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, শুধুমাত্র আইনের প্রয়োগ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ করা সম্ভব না। এজন্য দরকার সামাজিক আন্দোলন। তা শুরু করতে হবে পরিবার থেকেই। সব পেশার মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রচষ্টায় মাদকের বিস্তার রোধ করতে হবে। আশা করি ডিজিটাল এলইডি কিউস্ক মাদক বিরোধী প্রচারণায় যথেষ্ট ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলম স্বাগত বক্তব্য বলেন, মাদক বিরোধী গণসচেতনতামূলক কাজে ডিজিটাল এলইডি কিউস্ক প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, ডিএনসি ইন্সপেক্টর ওবায়দুল কাদের ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।