নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে চালু হয়েছে এক অদ্ভুত খাবারের দোকান যেখানে এক বেলা পেট ভরা খাবার বিক্রি হচ্ছে মাত্র এক টাকা করে। এই দোকানটির সবচেয়ে দারুন বৈশিষ্ট্য হচ্ছে এই দোকান অনেকটা ভাসমান একটি দোকান যেই দোকান ঘুরে বেড়ায় তার ক্রেতাদের দ্বারে দ্বারে, যার দোকানদার হচ্ছে একদল অদম্য ও নিবেদিত প্রাণ সেচ্ছাসেবক। যারা বিনা পারিশ্রমিকে বিনা লাভে ১ টাকায় একজন দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষের এক বেলার খাবার জোগান দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পরিস্থিতি বিবেচনায় সেই ১ টাকায় নেয়া হয় না। এই দোকানে দোকানিকে এসে বলতে হয় না খাবার এর কথা বরং এই সেচ্ছাসেবকরাই খুঁজে খুঁজে সমাজের বিভিন্ন প্রান্তে এসব দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছে এই খাবার। দেশের এই ক্রান্তিকালে যেখানে মানুষ দু বেলা-দু মুঠো অন্ন জোগাড়ে হিমশিম খাচ্ছে সেখানে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
নারায়ণগঞ্জ শাখার সেচ্ছাসেবক প্রধান মো. শাখাওয়াত হোসেনের সাথে আলাপকালে জানা যায়, ছবির হাট সংস্থার প্রজেক্ট এক টাকায় খাবার প্রজেক্ট টি ২০১২ সালে থেকে তাদের কার্যক্রম শুরু করলেও নারায়ণগঞ্জে ২০১৭ সালে এর কাজ শুরু হয়। বর্তমানে এই প্রজেক্টটি নারায়ণগঞ্জ সহ দেশের মোট ২২ টি জেলায় তাদের কার্যক্রম দূর্বার গতিতে অব্যাহত রেখেছে, পাশাপাশি ভারত, নেপাল, পূর্ব আফ্রিকা, সিরিয়া সহ বিভিন্ন দেশে দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষদের জন্য ছোট আকারে এই খাবারের দোকান চালু হয়েছে।
তিনি আরও বলেন, এই রমজানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও এসব মানুষের কথা মাথায় রেখে পুরো রমজান মাস জুড়েই নারায়ণগঞ্জের ১৯ টি লোকেশনে তারা প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষকে ইফতার করাবে যার জন্য ৭ টি রান্না ঘরে চলতে থাকবে তাদের এই কার্যক্রম, যা এক কথায় প্রশংসার দাবিদার।
জৈনেক কবি ঠিকই লিখেছেন :
হতাশা নয় সাহস দাও
দেশের মানুষের প্রাণে
তাদের তোমরা সেবা করো
মানবতার টানে।
তাই আমরাও চাই চলুক প্রজেক্ট এক টাকায় খাবার দূর্বার গতিতে, হোক ক্ষুধা নিবারণ ওই দু:স্থ, অসহায় ও দরিদ্রদের এগিয়ে যাক বাংলা এই অদম্য স্বেচ্ছাসেবকদের হাত ধরে আরো অনেকটা পথ, আজ তারা পথ দেখালেই তো আমাদের আগামী হবে সুন্দর থেকে সুন্দরতম।