নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহিউদ্দিন আহমেদ খোকা ম্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাসিক ১৮ নং ওয়ার্ডের মধ্য নলুয়া এলাকায় শীতলক্ষ্যা ইয়ং স্টার ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন লাভলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিসিবি এর পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসাবে টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্ঠা ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর বায়োজিদ আলম জুবায়ের নিপু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান জাবেদ, সাবেক জাতীয় ফুটবলার মোঃ নজরুল ইসলাম, শহীদ হোসেন স্বপন, মোঃ জাকির হোসেন শাহীন, মোঃ সুজন, নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলেপার এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ পারভেজ, সাবেক ফুটবলার জাহাঙ্গীর কবীর পোকন ও সোনালী অতীত ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ টিটু বলেন, এই অনুষ্ঠান প্রমান করে নারায়ণগঞ্জের মানুষের ফুটবলের প্রতি এখনো ভালোবাসা রয়েছে। ফুটবল নারায়ণগঞ্জের সুতিকাগার। ফুটবলার তৈরী করার কারিগর বলা হয় এই নারায়ণগঞ্জকে। আপনাদের সকল খেলার সুযোগ থাকবে এ সামসুজ্জোহা স্টেডিয়ামে।
মহিউদ্দিন আহমেদ খোকার স্মৃতিচারণ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে কয়েকটি পরিবারের মধ্যে উনার পরিবার একটি ছিলো। অনেক উন্নয়নমূলক কাজে তার অবদান রয়েছে। বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হবে তখন যেনো বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়, আমরা সে উদ্যোগ নিতে যাচ্ছি। যেনো নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য আবারো ফিরে আসে।