নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল ৬টা থেকে ৮ ঘণ্টা জনদুর্ভোগের পর অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। এরপর দুপুর ২টা থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ সব শাখা রোডেও যান চলাচল শুরু হয়েছে। তবে টানা ৮ ঘণ্টা অবরোধের কারণে হাজার হাজার মানুষকে চরম ভোগান্তি আর দুর্ভোগের শিকার হতে হয়।
ডিএমপির যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) রাকিব জানান, পরিবহন শ্রমিকরা সকাল থেকে তাদের দাবি নিয়ে আন্দোলন করে। সাইনবোর্ড এলাকায় তারা এলোপাতাড়ি ভাবে গাড়ি রেখে সড়ক অবরোধ করে রাখেন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বোঝানোর পর দুপুরে তারা অবরোধ তুলে নেয়ায় দুপুর ২টার পর যানচলাচল শুরু হয়।
সাইনবোর্ডে অবরোধকারীরা জানান, তারা দাবির প্রতি অবিচল। কিন্তু বুধবার মন্ত্রীদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের কারণে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। দাবি না মানলে প্রয়োজনে আবারও অবরোধ করা হবে।
এর আগে আজ (বুধবার) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সব পরিবহন বন্ধ করেন দেয় শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য দাঁড়িয়ে থেকেও না পেয়ে অনেকেই হাঁটতে শুরু করেন। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এলোপাতাড়ি গাড়ি রেখে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।