মহামতি কার্ল মার্কস-এর ২০০তম জন্ম দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : মানুষের উপর মানুষের শোষণ, বঞ্চনার অবসান ঘটিয়ে পৃথিবীর বুকেই শ্রমজীবী ওমহনতী মানুষের স্বর্গ রচনার স্বপ্নদ্রষ্টা, মহান শিক্ষক, পথপ্রদর্শক, অনুপ্রেরণার উৎস মহামতি কার্ল মার্কস-এর ২০০তম জন্ম দিবস উপলক্ষে ৪ মে বিকেল ৪টায় চাষাড়াস্থ শহীদ মিনারে বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড সাইফুল হক, বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কমরেড আবু হাসান টিপু,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, বাংলাদেশ পাদুকা শিল্প শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আঙ্গুর মিয়া, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা আহবায়ক হাবিবুর রহমান আঙ্গুরসহ জেলাস্থ অপরাপর শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা সভাপতি শ্রমিকনেতা শহিদুল আলম নাননু।

add-content

আরও খবর

পঠিত