নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উপলক্ষে গ্রীণ এন্ড ক্লীন ডে-নাইট ক্রিকেট টূর্ণামেন্ট ও শিকড় সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার দেওভোগ পানির ট্যাংকির স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
গত ১৬ ডিসেম্বর রবিবার দেওভোগ পানির ট্যাংকির স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
শিকড় সংগঠন আজিজুল ইসলাম দিনার সভাপতিত্বে উৎসব মুখর ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকড় সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী শাহ্ আব্দুল হালিম, উপদেষ্টা মো. সাইদ আহমেদ স্বপন, হাজী আব্দুর রব খোকন রনি, হাজী মনিরুল ইসলাম, মো. নিজাম উদ্দিন।
এ ছাড়াও শিকড় সংগঠনের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম রয়েল, কার্যকরী কমিটি ও প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
এর আগে অতিথি ও সদস্যবৃন্দরা কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উৎসব মুখর আনন্দের সাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।