মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে না.গঞ্জে গণসমাবেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া উইংয়ের প্রধান নবীন জিন্দাল কর্তৃক অবমাননা ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১শে জুন মঙ্গলবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ নাগরিক দল-বিএনডির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়।

এতে নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র শাহ মো.আল আমীন সিদ্দিকীর আহবানে কেন্দ্রীয়সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশের এক পর্যায়ে চাষাড়া শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব গিয়ে জমায়েত হয়ে প্রধান অতিথি ও প্রধান আলোচকের বক্তব্য প্রদানের মধ্য দিয়ে গণসমাবেশের সমাপ্তি ঘটে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনডির চেয়ারম্যান মিকাইল ইসলাম রাজ, প্রধান আলোচক ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এসএম মোর্শেদ, বিশেষ অতিথি ছিলেন কো চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মো.টিপু, জাকির আহমাদ, মাওলানা ছোলায়মান সহ প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত